নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | ভয়ংকর ক্ষণ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬


ভয়ংকর ক্ষণ।
------------মোঃসালাহ্উদ্দিন

খরস্রোতে ভেসে যাচ্ছে লালিত স্বপ্ন,
নদী গর্ভে বিলীন হলো ভিটেমাটি,যা ছিল অনন্য।
আষাঢ়ে গগনে,নদীতে উঠেছে প্রবল ঢেউ,
মাঝ নদীতে নেই কেউ।
মহাবিপদ সংকেত চলছে,উপকূলবর্তী এলাকায়,
কার সাধ্য আছে,নদীর এই ধ্বংসযজ্ঞ দমায়।
তরঙ্গিণী ভরা যৌবনে,হয়ে উঠেছে রাক্ষুসী,
অদূরেই লঞ্চ ডুবি হয়েছে,লোকমুখে শুনি।
লাশ আর লাশ নদী বক্ষে ভেসে যাচ্ছে,
স্বজনহারা লোকের আহাজারিতে,আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।
নির্বাক হয়ে চেয়ে আছে সবাই নদীর দিকে,
নদী মেতে উঠেছে,অগাধ জলের ঘূর্ণিপাকে।
বিপদের নিশানা উড়ছে পত-পত করে,
ঢেউয়ের শক্তি বাড়ছে পবনে।
নাওয়া খাওয়া ভুলে,স্বজনহারা দুঃখে,হয়ে গেছে সবাই আত্মহারা,
ফিকে হয়ে গেছে সবাইর চেহারা।
ভয়ংকর স্মৃতি নিয়ে মানুষ বেঁচে থাকে,
মেনে নেয় সব কিছু স্বাভাবিকভাবে,জীবনের প্রয়োজনে।
নদী মাঝে মাঝে কেড়ে নেয় মানুষের জীবন,
কখনো ভুলবার নয়,নদীর সেই ভয়ংকর ক্ষণ।

চাঁদপুর।
তাং১১/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.