![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
প্রিয়া হারানোর ব্যাথা।
-----------------মোঃসালাহ্উদ্দিন
স্মৃতিগুলো ভস্ম হলে হয়তো বেঁচে যেতাম,
বিরহের আগুনে অঙ্গার হয়ে কি পেলাম।
যাতনাময় ক্ষণগুলো বাড়ায় শুধু ধুকপুকানি,
কারো সাথে কখনো বলতে পারিনি,তোমার আমার প্রেমকাহিনী।
মনে কি পড়ে?অধীর আগ্রহে,একনজর দেখার জন্যে দাঁড়াতে
বাতায়নে,
একটি ভুবন কাড়া হাসি অপেক্ষা করতো আমার জন্যে।
নিষ্পাপ চাহনি আর হাসিতে,আমি যে কি পেতাম,কি করে বলবো তোমায়,
হৃদয়ের মাঝে স্মৃতিগুলো আজ ঘুমায়।
নিষ্ঠুর পৃথিবী বুঝতে পারেনি তোমাকে আমাকে,
নষ্ট হল প্রেম,গুমোট নিয়মে বাঁধা সমাজের কারণে।
দিনগুলো পার করছি বড় অসহায় নির্মম যাতনে,
তুমি মুক্তি নিলে আত্মাহুতির মাঝে।
একবারো ভাবলে না আমার কথা,
দুনিয়া ছেড়ে,দিয়ে গেলে সাগরসম ব্যাথা।
না হয় তুমি হতে অন্যের জীবন সঙ্গী,তারপরেও তো বেঁচে থাকতে,
আমি পারতাম তোমায় দুই নয়নে দেখতে।
জানি তুমি আমায় বড্ড বেশি ভালোবাসতে,
তাইতো হতে পারোনি অন্যের,জীবন থাকতে।
কে বলেছে তুমি নেই,তুমি আছো আমার সত্তায় মিশে,
যতদিন থাকবো বেঁচে,রাখবো তোমায় মনের মাঝে পুষে।
তোমার অন্তিম ইচ্ছায়,আমি রোজ যাই তোমার কবরের কাছে,
প্রেম আস্বাদনে,আজন্ম ভালোবেসে যাবো তোমাকে,
ধ্বংস করতে পারিনি নিজেকে আত্ম হননে।
বিরান বক্ষে তোমাকে নিয়েই পথ চলা,
হয়নি এ জীবনের নোঙর ফেলা তোমাকে ছাড়া।
প্রেমের খরতাপে পুড়ে হয়েছি রিক্ত,
দোয়া করি পরকালে তুমি ভালো থাকো।
--------------কল্পনাপ্রসূত।
চাঁদপুর।
তাং১১/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।