![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
ভালোবাসা সারা জীবনের জন্য।
------------------মোঃসালাহ্উদ্দিন
তাং১৩/০২/২০১৯ইং
ভালোবাসা মানে হৃদয়ে জমানো,ব্যাকুল হওয়ার অনুভূতি,
প্রবল আকর্ষণে ছুটে চলা,
না বলা কথাগুলো ভাল লাগার মানুষকে বলা।
অনাবিল আনন্দে গা ভাসিয়ে দেয়া,
একে অপরের হৃদয় ছোঁয়া।
প্রেমিক-প্রেমিকা,বন্ধু-বান্ধব,স্বামী-স্ত্রী,মা-সন্তান,ছাত্র-শিক্ষক
সবার মধ্যে ভালোবাসা থাকে বিদ্যমান,
ভালোবাসার কাছে উঁচু নিচু সব সমান।
ভালোবাসা একটি দিন,একটি ক্ষণের জন্য নয়,
ভালোবাসা সারা জীবনের জন্য হয়।
কার্ড,ফুল,চকোলেট,বই,অলংকার,
হয়ে উঠেছে ভালোবাসা দিবসের উপহার।
ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকা মৃত্যুকে তুচ্ছ করে,
রাজা সিংহাসন ত্যাগ করে,হাসি মুখে প্রেমিকার হাত ধরে।
ভালোবাসা পৃথিবীর সবচেয়ে,মধুর কোমল দূরন্ত মানবিক অনুভূতি,
জন্ম থেকে মানুষের বেড়ে উঠা,ভালোবাসার জন্যেই এই সমাজের সৃষ্টি।
মুঠোফোন,ই-মেইল,চ্যাটিঙে পুঞ্জ পুঞ্জ প্রেম কথার কিশলয়,
হয়ে ওঠে পল্লবিত,
ভালোবাসা দূর করে মনের সকল ক্ষত।
বিশুদ্ধ উচ্ছ্বাসে নীল খামে গদ্য পদ্যের ছন্দে,
ভালোবাসা হয়ে উঠুক প্রাণবন্ত,কেটে যাক যা আছে দ্বন্দ্বে।
চরিত্রের নৈতিক ভূষণে,ভালোবাসায় আপ্লুত হবে যুগলবন্ধি,
অশ্লীল বেহায়াপানা নয়,পবিত্র ভালোবাসায় হোক জীবন সন্ধি।
(-----সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।)
চাঁদপুর।
তাং১৩/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।।শুভকামনা।।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
বেঙ্গল রিপন বলেছেন: সুন্দ কবিতা, ভালোই লিখেছেন। কিন্তু আপনি জানেন কি ১৪ ফেব্রুয়ারী -
আমাদের দেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন?
ভালবাসার উচ্ছাসে মেতে থাকা তরুণ তরুণীদের
ক’জনই বা জানেন সেই দিনের ঘটনা!?
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারীতে একটু
ফিরে যেতে চাই। কি ঘটেছিল সেদিন?
এই লিংকে ক্লিক করে বিস্তারিত পড়ুন
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।