নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | মনের মত প্রেয়সী চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১


মনের মত প্রেয়সী চাই।
--------------মোঃসালাহ্উদ্দিন

আমি যাবো না আজ ঘরের বাহিরে,
সঙ্গীহীন নিঃস্ব জীবনে।
ঝোঁটন বেঁধে হাত ধরে চলছে সবাই,
দুঃখের সাগরে আছি আমি,আমার যে কেহ নাই।
জিঞ্জিরে বাঁধা পড়েছি আমি,
আমার চেয়ে সবাই দামি।
মগ্ন সবাই জুবিলিতে,
মনের খোরাক যোগাতে।
চৈতন্য আমার,নিজেকে করে উপহাস,
ছন্নছাড়া জীবনে,বিজনে বাস।
তাবৎ দুনিয়া,বিশ্ব ভালোবাসা দিবসে হচ্ছে আন্দোলিত,
তাই দেখে মনে বাড়ছে শুধুই ক্ষত।
টাউস পৃথিবীতে একটু ভালোবাসা চাই,
আছে কি এমন কেহ?কোথায় গেলে তাকে পাই।
দেহের টানে নয়,ফিকিরে নয়,মনের ভালোবাসা চাই,
যাকে দেখলে মন বলবে,তার কাছেই রয়েছে শান্তির ঠাঁই।
তাকৎ আমার জেগে উঠবে তার আকর্ষণে,
দুজন হারিয়ে যাবো টসটসে যৌবনে।
ভালোবাসার জয়তু রটে যাবে জনারণ্যে,
স্বর্গীয় সুখ বিরাজ করবে ছিমছাম জীবনে।
ছাঁচি প্রেম মিলবে কোথায়?
জীবন যে এখনো রয়েছে শূন্যতায়।
টুইটম্বুর জীবনের স্বাদ মিলবে কার সনে?
তাকেই রাখবো আপন করে এই মনে।
আমার বাগদত্ত হবে কে?
তটস্থ মনে,খুঁজছি তাকে এই বিশ্বব্রহ্মাণ্ডে।
ছলছল নয়নে যদি একবার তাকে পাই,
প্রেম সাগরে করবো অবগাহন,জীবনে আর কিছুই চাওয়ার নাই।

চাঁদপুর।
তাং১৪/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। সহজস অরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.