![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
প্রেমের বিয়ে।
-------------মোঃসালাহ্উদ্দিন
আজ নিশিতে বসে আছি তোমার পাশে,
স্বপ্নগুলো উঁকি দিচ্ছে হৃদাকাশে।
সুনসান নিরবতা চারিদিকে,
নির্জন কক্ষে বসে আছো বধূ বেশে।
চাঁদ মুখটি দেখলাম ঘুমটাখানি সরিয়ে,
অজানা ভাবনাগুলো রেখেছে আমায় জড়িয়ে।
লজ্জায় অবনত মস্তকে হাসলে তুমি,
স্নিগ্ধময় হয়ে উঠলো,আমার বুকের বিরান ভূমি।
ভাষাগুলো যেন আজ বোবা হয়ে গেছে,
মধুর রাতে অচেনা ত্রাসে।
রাশভারি কণ্ঠে বললাম কমন আছো?
উত্তরে নিষ্প্রভ তুমি,কি যেন ভাবছো।
দুজনেই যেন পরতন্ত্রে বাঁধা পড়েছি,
লজ্জাকে বিদীর্ণ করে,তোমার হাতটি ধরেছি।
বুকের মাঝে ভালোবাসার ঢল নেমেছে,
বাসর রাতে কত কথা বলছি তোমাকে।
লাজ লজ্জা ত্যাগ করে তুমিও ধরলে জড়িয়ে,
ভাবছি সার্থক হলো প্রেমের বিয়ে।
রজনি যতই গভীর হচ্ছে,
অজানা আকর্ষণ দুজনকে চুম্বকের ন্যায় টানছে।
গোলাপি ঠোঁটে ঠোট রেখে,দুজন ভেসে গেলাম নীলাম্বরে,
ভাসছি স্বর্গীয় সুখে দুটি দেহ এক মনে।
পরাভূত হলো রজনী নিদ গেলো উবে,
অবগাহন করলাম প্রেম সাগরে।
থেকে থেকে বিদ্যুৎ চমকায় দুটি দেহে,
অমৃতের স্বাদ মিললো আলিঙ্গনে।
কখন যে রাত কেটে সকাল হলো,শাড়ি পড়া ভেজা চুলে,
বললে আমায় যাও গোসলে।
এতো ভালোবাসা এতো অমৃত আছে মিশে,
হাড়ে হাড়ে বুঝলাম,এটা যে প্রেমের বিয়ে।
(-----------কল্পনাপ্রসূত)।
চাঁদপুর।
তাং১৫/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।