![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
প্রেম।
-----------মোঃসালাহ্উদ্দিন
প্রেম কাকে বলে ভাবছি নীরবে,
হাতে হাত রেখে হৃদয় ছোঁয়া আবেগে।
কল্পলোকে প্রেয়সীকে নিয়ে অবাধ বিচরণ,
যার পরশে মনে জাগে শিহরণ।
প্রেয়সীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা,পানসিতে চড়ে,
দৃষ্টি যেনো নাহি নড়ে।
প্রেম কাকে বলে ভাবছি নীরবে,
ভাল কাজে যে থাকবে পাশে,বেদিমূলে।
সকল মনোযোগ থাকবে,উচ্চারিত প্রতিটি শব্দকে ঘিরে,
সারাদিন ঘুরে বেড়াবে সঙ্গীর সাথে প্রসন্ন চিত্তে।
দেহের সকল সাজসজ্জা যার জন্য,
প্রেম তাকে বলে,যার আহবানে নিজেকে মনে হয় অনন্য ।
প্রেম কাকে বলে ভাবছি নীরবে,
সৃষ্টি ও স্রষ্টার মধ্যেও প্রেম চলে।
জগৎসংসার টিকে আছে প্রেমের বলে,
মানুষ খুন করতে পারে,প্রেম নেই যার মনে।
অশোকের রঙে সাজিয়ে প্রেমিক মন,
সঙ্গীকে দেখার জন্য এ হৃদয় হয় উচাটন।
প্রেম কাকে বলে ভাবছি নীরবে,
যার সাফল্যে দেহমন উচ্ছসিত হয় গৌরবে।
এক ফালি চাঁদ হাতে পাওয়ার আনন্দ,
প্রেমের কাছে কেটে যায় জীবনের সকল দ্বন্দ্ব।
ভাবনায় যার রঙিন মুখটি ভেসে উঠে,
প্রেম শুরু হয় তাকে নিয়ে।
আকাশে ঘনঘটা দেখেও মনে নাহি জাগে ভয়,
পাশে যদি থাকে প্রেমিক হৃদয়।
প্রেম কাকে বলে ভাবছি নীরবে,
মনটি যার কাছে যায় ছুটে,প্রেম তাকেই বলে।
যাকে নিয়ে কেটে যায় সময় নৈঃশব্দে,
যার সাথে প্রেমকাহিনী শুনা যায় কিংবদন্তী সুরে।
যখন সামান্য উপহার মহামূল্যবান লাগে,
প্রেম তাকেই বলে।
যাকে না দেখলে অসহ্য লাগে দিনক্ষণ,
সেই তো বড় আপন,প্রেমিকজন।
যাকে হারানোর ব্যাথা কভু ভুলবার নয়,
প্রেম তাকেই কয়।
চাঁদপুর।
তাং১৬/০২/২০১৯ইং
(ছবি:গুগল থেকে)।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।