![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
প্রকৃতির রূপে মুগ্ধ।
-----------মোঃসালাহ্উদ্দিন
কোথায় গেলে পাবো এমন দেশ?
গাছগাছালি তরুলতায় অাচ্ছাদিত,সবুজের বেশ।
নদীনালা খালবিলে চপল জলরাশি,
অন্ধকারে চন্দ্রিকার উচ্ছ্বসিত হাসি।
কোকিল ডাকে,ডাকে ডাহুক পাখি,
ময়না,ঘুঘুর ডাকে কান পেতে থাকি।
তিলোত্তমা ফসলের মাঠ,রঙে মাখামাখি,
এমন দেশটির জন্য,কত বীর দিয়েছে প্রাণ জলাঞ্জলি।
তুরগের ন্যায় দক্ষিণা পবন,করে দেহমন শীতল,
সিক্ত করে আষাঢ়ে বৃষ্টির জল।
দোদুল্যমান গাছের ডালে,ফল ও ফুলের শোভা,
মৌমাছির দঙ্গল,কাঠবিড়ালি,পাখপাখালি মারে থাবা।
জনাকীর্ণ গ্রামগুলো সাজানো গোছানো,
রাতে জোনাকির আলোর কাছে,যায় না পৌঁছানো।
দেদীপ্যমান সূর্যের আলোয়ে,আলোকিত হয় সকাল বেলা,
ফসলের মাঠে,দেখা যায় কৃষাণ কৃষাণীর খেলা।
রাখালের বাঁশি,ভেসে আসা কৃষকের গান,
কেড়ে নেয় মনওপ্রাণ।
নদীতে জেলের দল নৌকা ভাসিয়ে ধরে মাছ,
বসন্তে দেখা যায় প্রকৃতির অপরূপ সাজ।
চাঁদপুর।
তাং০১/০৩/২০১৯ইং
(ছবি গুগল থেকে)
০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:২৪
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।
২| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৩৪
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।শুভকামনা।।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।