![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
একুশে বইমেলা।
------------মোঃসালাহ্উদ্দিন
একুশে বইমেলা দেখছি ঘুরেঘুরে,চমৎকার সুন্দর পরিবেশে,
নারী,পুরুষ,কবি,সাহিত্যিক,সবাই এসেছে জমকালো পোশাকে।
প্রিয় লেখকদের বইগুলো দেখছি তন্নতন্ন করে,
নিজেকে হারিয়ে ফেলেছি হাজার লোকের ভিড়ে।
অজান্তে কাকে যেন অনুসরণ করছি,ঠিক বুঝতে পারছি না,
গাঢ় সবুজের মাঝে লাল,শাড়ি পড়ে সামনে ঘুরছে,মুখটি দেখছিনা।
যেন শাড়ির প্রতিটি ভাঁজে সালাম,জব্বার,বরকত,রফিকের প্রতিচ্ছবি,
মায়াবী ইশারায় ডাকছে আমায়,এসো কবি,এসো কবি।
অশরীর মধু কণ্ঠে ভেসে আসছে,হে কবি ভালোবাসি তোমায়,
তোমার আহবানে এসেছি আমরা,একুশে বইমেলায়।
হ্যাঁ এখন স্পষ্ট দেখছি,হাস্যোজ্জ্বল মুখখানি,
কপালে লাল টিপ অপূর্ব সুন্দরী,তাকে মনে হয় বহুদিন থেকে চিনি।
কখনো দেখি চাঁদপুর নদী মোহনায়,কখনো দেখি কল্পনায়,
বুঝতে পেরেছি,সে-ই আমায় কাঁদায় হাসায়।
এই তো সেদিন কফি খেতে বলে,চাঁদপুর নদী মোহনায়,
যাইনি আমি,তখন ছিলাম গভীর ভাবনায়।
শহীদরা মরে না,প্রেয়সীর রূপ ধরে এসে,কত কথা বলে অগোচরে,
বাস্তবে তাঁদেরকে তুলে ধরতে বলে,কবি,সাহিত্যিক,লেখকদেরকে ভালোবেসে।
(--------কল্পনাপ্রসূত)
চাঁদপুর।
তাং০২/০৩/২০১৯ইং
(ছবি গুগল থেকে নেয়া)
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:৩০
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার!
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:৩১
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।