নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | সাতই মার্চের ভাষণ।

০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:১৩


সাতই মার্চের ভাষণ।
-----------মোঃসালাহ্উদ্দিন

যখন শুনি সেই বজ্রকণ্ঠের ভাষণ,রক্তে জাগে শিহরণ,
গর্জে উঠেছিল বাঙালি,যুদ্ধ জয়ে সঁপে দিয়েছিল জীবনমরণ।
সাতই মার্চের ভাষণে ছিল স্বাধীনতার ডাক,
জনসমুদ্রের মিছিল দেখে,শত্রুসেনারা হয়ে ছিল নির্বাক।
যুদ্ধের দামামা বেজে উঠে আকাশে বাতাসে,
রক্ত দিয়েছি আরো রক্ত দিবো,,,,,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,ধ্বনি প্রতিধ্বনি হতে থাকে মস্তকে।
যার কাছে যা ছিল,তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে,
সাত কোটি বাঙালি ফেঁটে পড়ে ক্ষোভে।
সাহস,উৎসাহ,তেজ,দিকনির্দেশনা,সবই পেলো এ ভাষণ থেকে,
কার আছে হিম্মত,বাঙালিকে দাবিয়ে রাখে।
আঠারো মিনিটের ভাষণে,ধ্বংস হলো সব কূটচাল,
যুদ্ধ জয়ে বাঙালি হয়েছিল টালমাটাল।
জয় এলো,স্বাধীনতা এলো,এলো ফিরে শেখ মজিব,
সাতই মার্চের ভাষণটিই ছিল,যুদ্ধ জয়ের প্রদীপ।
শেখ মজিব রাজনীতির কবি,তেজদীপ্ত নেতা,স্বপ্নদ্রষ্টা,
ত্যাগে মহীয়ান,বুকে আগলে রেখেছিল দেশটা।
এমন ভাষণ দেশ কাল জয় করে,ইউনেস্কোর পেলো স্বীকৃতি,
বিশ্বের বুকে গর্বিত হলো বাঙালি জাতি।
রেসকোর্স ময়দানের,সেই ঐতিহাসিক ভাষণ যখন শুনি,
মনে হয় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আসবে,এক্ষুনি।

চাঁদপুর।
তাং০৩/০৩/২০১৯ইং
(ছবি গুগল থেকে)।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৯

মাহমুদুর রহমান বলেছেন: কবিতাটি মন ছুঁয়ে গেল।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৮

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

রায়হান চৌঃ বলেছেন: বাহহ.... অনেক সুন্দর কবিতা :)

"৭ই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার ডাক, জনসমুদ্র দেখে শত্রুসেনা হয়েছিল নির্বাক" অসাধারন।

আচ্ছা... ৭ ই মার্চ যদি স্বাধীনতার ডাক হয় তবে ২৬ শে মার্চ পর্যন্ত কেন হাত গুটিয়ে বসে ছিলেন তত কালিন মুক্তিকামী বাঙ্গালী ?
চাইলে তো বাঙ্গালী ঐ মুহুর্তে কিলায়ে পাকি দের ছাতু করে ফেলতে পারত.... তাই না ?

ওওওওওওও বাঙ্গালী মনে হয় দেখতে চাইছে, পাকি রা বাঙ্গালীদের কি করে ? ফলাফল ৩০ লাখ (বিতর্কিত) প্রান। আপসুস

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫০

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: তথ্যগুলো ভালভাবে পড়ুন,মনের সংশয় কেটে যাবে।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।শুভকামনা।।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: সাত-ই মার্চের এ ভাষণ-ই ছিল একমাত্র বাঙালী জাতির জন্য স্বাধীনতার আহ্বান।। লেখাটি বেশ ভালো লেগেছে। চমতকার।।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: চমৎকার কবিতা।প্রতিটি লাইন ই প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.