নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"বাস্তবের অপূর্ণতাকে কল্পনায় করি পূর্ণ,অন্যের জন্য কিছু করতে না পারলে,জীবনটাই আমার শূন্য।\"

মোঃসালাহ্উদ্দিন

Former officer at Amico Laboratories Limited

মোঃসালাহ্উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা | নগ্ন।

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৩


নগ্ন।
------মোঃসালাহ্উদ্দিন

বিবস্ত্র,নগ্ন হয়ে চললে পাগল বলি তাকে,দেখে সবই ঘাড় ফিরিয়ে থাকে,
কেউবা তেড়ে আসে মারতে,মনের জ্বালা মিটাতে।
মস্তিস্ক তার ওলোটপালোট কেহ চায় না বুঝতে,
নিজের ভেতর মনুষ্যত্ব আছে কিনা,সময় পায় না খুঁজতে।
টাকার জন্য হন্যে হয়ে,করে খারাপ কাজ,
নগ্ন নয় সে,দেহে রঙিন পোশাকের সাজ।
পাগল যদি কাছে এসে,কিছু চায় খেতে,হাত পেতে,
পাগলের সাথে মেতে উঠে সবাই,পাগলামিতে।
খাদ্যে ভেজাল দিয়ে মারছে মানুষ,নগ্নতা নেই তাতে,
অমাবস্যার অন্ধকার মনের মধ্যে লুকিয়ে থাকে।
নারীর কাপড় ধরে যারা করে টানাটানি,এগুলো নয় পাগলামি,
গায়ে লাগে না ওদের,নগ্নতার গ্লানি।
নগ্নতা শুধুই কি পোশাকে?নাকি রয়েছে পশুসুলভ কাজে,
মাদকে মত্ত থেকে ওরা সভ্যতাকে ধ্বংস করছে,করছে কাজ বাজে।
বিকৃত মানসিকতা পাগলেরই আচরণ,তবে কেন নয় তারা পাগল,
তাদের মাথায়ও আছে গন্ডগোল।
অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা,জাতি হচ্ছে নগ্ন,
প্রতিকার চাই প্রতিকার,আর যেন না হয় স্বপ্ন ভগ্ন।
মনের নগ্নতা বড়ই জঘন্য,পোশাকের নগ্নতা নয়,
পশুত্বের কারণেই সমাজের নৈতিকতার হচ্ছে ক্ষয়।

চাঁদপুর।
তাং০৫/০৩/২০১৯ইং
(ছবি গুগল থেকে)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২| ০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
মানুষ যেমনই হোক না কেন, তার দুঃখে দুঃখিত হওয়া উচিৎ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: "মনের নগ্নতা বড়ই জঘন্য, পোষাকের নগ্নতা নয়" - এটাই আসল কথা, চমৎকার বলেছেন।
কবিতার শেষ দু'টি লাইনের জন্য কবিতায় প্লাস + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.