![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আমি যাবো এখন।
-কেনো ?? এত বৃষ্টির ভেতর কিভাবে যাবে?
-বৃষ্টির মাঝে এভাবে রাস্তার মাঝে দাড়িয়ে থাকার চেয়ে ভালো ভিজে যাওয়া। আর তোমাকেও সহ্য হচ্ছে না একদমি। ভালো করেই জানো যে, আমার সিগারেটের ধোয়া একদমি সহ্য হয় না এরপর-ও তুমি একটার পর একটা খেয়েই যাচ্ছো। হয় এখনি ফালাবে নয়ত আমি গেলাম তুমি থাকো তোমার এই ছাই পাশ নিয়ে।
-এখনি ফালাচ্ছি একটু খানি বাকী।
-কথা বললেই এইতো করছি করে হেলায়ি কর সব সময়।
আমি কিছু বললাম না। ওপাশ ফিরে ফিরে সিগারেটে টান দিয়ে ফেলে দিয়ে দেখি ও টুপটুপ বৃষ্টির মাঝেই রাস্তার যাত্রী ছাউনি থেকে বের হয়ে হাটা শুরু করলো। আমি জোরে ডেকে বললাম, চলে যাচ্ছো? ও কিছু বলল না মনে হয় অভিমান করেছে খুব। পৃথিবীর বেশীর ভাগ প্রেমিকাদের কাছে প্রেমিকের খাওয়া সিগারেট টা অনেক বড় শত্রু। ঠিক যেন সতীন এর মত। আর তাদের সামনে সিগারেট খাওয়াটা মানে প্রেমিকা পাশে থাকার পর ও অন্য মেয়ের দিকে তাকানোর মত অপরাধ।
আমি আবার তাঁকে বললাম আমি আসব?? রাস্তার মাঝে ভিজতে ভিজতে সে বলল না, আর শোন মাথায় বৃষ্টির পানি পড়ে ভিজে গিয়েছে সে খবর আছে? রুমাল দিয়ে মুছে নিয়ো।
আমি কিছু বললাম না। শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। আস্তে আস্তে ও মিলিয়ে গেলো রাস্তার সাথে। আমার উচিত ছিলো তাঁর রাগ ভাঙ্গিয়ে তাঁর সাথে যাওয়া। কিন্তু নাহ আজ ইচ্ছে করছে না। পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধড়িয়ে তাঁকে দেখার চেষ্ঠা করলাম। নাহ দেখা যাচ্ছে না। সে অনেক অভিমান করেছে আমার উপর। কিন্তু এবার আমার ও খুব রাগ লাগছে ওর কথা মনে করে। ও দেখলো আমার মাথায় বৃষ্টির পানি পড়েছে কিন্তু সে আমাকে আমার রুমাল দিয়ে মুছতে বলবে কেনো?? সে কি পারতো না যাবার আগে তাঁর ওড়না দিয়ে আমার মাথাটা মুছে দিতে?? অন্তত বলতে তো পারতো চল আজ শুধু তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো।
মান-অভিমান // হৃদয়
©somewhere in net ltd.