![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে মুখোমুখি
এক ঘন দীর্ঘশ্বাস,
কাছে আসার আহ্ববান
অন্য বুকে গভীর বিশ্বাস !
তোমার সাথে মুখোমুখি
এক গভীর উত্তেজনা,
নিষিদ্ধ হাত তোমায় ধরার
খুঁজছে শুধু ছলনা !
তোমার সাথে মুখোমুখি
কিছু ভারী উত্তাপ,
তোমার দেহে আমার পাপ
আমার গভীর কিছু অনুতাপ...!
মুখোমুখি || হৃদয়
©somewhere in net ltd.