![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তোমার মত থেকো
আমি মাঝে মাঝে আসবো
ইচ্ছে হলে চুমু দিয়ে যাবো
তোমার গোলাপী ঠোঁটে
উষ্ণতা ছড়িয়ে দেবো
তোমার শীতল দেহে…।
তুমি তোমার মত থেকো
আমি মাঝে মাঝে আসবো
ফুল হয়ে , তোমার খোঁপায়
জুড়ব কালো চুলের সাথে…।
তুমি তোমার মত থেকো
আমি মাঝে মাঝে আসবো
তুমি মেঘের দিকে তাকালে
বৃষ্টি হয়ে ছোঁব তোমার চোখে…।
তুমি তোমার মত থেকো
আমি মাঝে মাঝে আসবো
কথা দিলাম এই অবেলায়
আমি মাঝে মাঝে আসবো
তোমার মত থেকো তুমি || হৃদয়
©somewhere in net ltd.