নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংবদন্তী হৃদয়

মানুষ কখনই নিজের সম্পর্কে ধারনা রাখতে পারে না পরিপূর্ণ ভাবে। অন্যের দ্বারা স্বীকৃত ব্যাপারটাই, পরিচয় টাই নিয়ে আমরা থাকি।

কিংবদন্তী হৃদয় › বিস্তারিত পোস্টঃ

এলোপাথাড়ি ইচ্ছা, অদৃশ্য নগ্নতা আর চাঁদ

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

নগ্ন চাঁদটাকে দেখিনা
তবে, নগ্ন চাঁদের আলোয় নিজের ছায়া দেখতে দ্বিধা হয় না।

মাঝে মাঝে ইচ্ছা জাগে,
ঠিক তখনি ইচ্ছেগুলো বিদ্রোহ ঘোষণা করে
অতঃপর... ১৪৪ ধারা
মস্তিষ্কের ব্যারাক এ লক্ষ লক্ষ নিউরন
সৈন্যর বেশে সুসাজ্জিত হয়।
তাদের বন্দুকে গুলি থাকে না, থাকে যুক্তি
মিছিলে থাকা সাধারন ইচ্ছাগুলোর বুকে
এলোপাথারিভাবে চলে যুক্তি বর্ষণ,
পড়ে থাকে প্রাণহীন ইচ্ছাগুলো।

প্রানহীন ইচ্ছাগুলোর কথা মনে থাকে না
মাঝে মাঝে আবেগ জানান দিয়ে যায়,
তারা এখানেই মৃত্যু বরন করেছিলো।
একটা নগ্ন চাঁদ দেখতে চাওয়ার অপরাধে।

আমি নগ্নতা উপভোগ করি,
তবুও নগ্ন চাঁদটাকে দেখিনা
আর দেখিনা প্রেম,
কেননা প্রেম মানেই অদৃশ্য নগ্নতা

প্রেম মানেই তুমি আমি
অন্ধকারে একে অপরকে খোঁজা
প্রেম মানেই আমি তুমি
একজনকে না পেয়ে আরেকজনের
খুঁজে পাওয়া সাড়ে তিন হাত দরজা।

এলোপাথাড়ি ইচ্ছা, অদৃশ্য নগ্নতা আর চাঁদ ।। হৃদয়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.