নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংবদন্তী হৃদয়

মানুষ কখনই নিজের সম্পর্কে ধারনা রাখতে পারে না পরিপূর্ণ ভাবে। অন্যের দ্বারা স্বীকৃত ব্যাপারটাই, পরিচয় টাই নিয়ে আমরা থাকি।

কিংবদন্তী হৃদয় › বিস্তারিত পোস্টঃ

প্রয়াস // হৃদয়

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩২

বুক পকেটে তোমার জন্যে চিঠি লিখে
আমি তোমায় খুজেছি, হেটেছি সহস্র মাইল।
আমি তবু খুজেছি তোমায়, হাল ছাড়িনি
কিন্তু ক্লান্ত শরীরে বেঈমান ঘামের আগ্রাসন
ভিজিয়ে দিয়েছে সেই চিঠি।

এখন বুকে নেই সেই চিঠি
পিচ ঢালা পথ তীলে তীলে কেড়ে নিয়েছে
পায়ের তলাতে থাকা জুতো জোড়া।

বেঈমান ঘামের সাথে মিশেছে রক্ত
তারা জোট বেধেছে আগ্রাসন ক্ষমতা অসীম
লুঠ চালাচ্ছে
আমি শেষ হয়ে যাচ্ছি লুঠ হয়ে।

এখন আমি নিঃস্ব
আমি তবুও তোমায় খুজছি, হাল ছাড়েনি
ধীরে ধীরে যদিও সব কিছু আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে
আমি সেদিন ই বুঝেছিলাম যেদিন,
ক্লান্ত শরীরে বেঈমান ঘামের আগ্রাসন
ভিজিয়ে দিয়েছে বুক পকেটে থাকা সেই চিঠি।

আমার প্রতিদ্বন্দ্বীরা জয়ী হলে
আমাকে পরাজয় মেনে নিতে হবে
তুমি জানবে না যদি আমার আসা না হলে

এখন একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে।
আচ্ছা তোমার অবচেতন মনে
আমি না এলে কি আমার কথা
কখনও কি মনে পড়বে??

প্রশ্নটা তোলা রইল, উত্তরটা জানতে চাইনা
কারন যদি হ্যা হয় তবে
এই অহংকার আমাকে
তোমার কাছে ফিরে আনবে নতুন প্রয়াসে।

প্রয়াস // হৃদয়





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.