![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা শুধু তুমি-ই ভালো থেকো,
কারণ ভালো থাকাটা শুধু তোমারই মানায়
এর সৃষ্টি তোমার জন্যেই তো।
সব কিছু অকপটে অস্বীকার করে
শুধু তুমি-ই পারো ভালো থাকতে।
সব কিছু সহজে ভুলে গিয়ে
শুধু তুমি-ই পারো ভালো থাকতে।
কিভাবে পারো ভালো থাকতে? বলতে পারো?
কোথায় পেলে এমন ভালো থাকার মন্ত্র?
কোথায় পেলে এমন ভুলে থাকার যন্ত্র?
আমায় ও কি একটু শিখিয়ে দিবে?
আমিও তো ভালো থাকতে চাই শিখতে চাই ভুলে যাবার মন্ত্র।
মানুষ আমি স্বার্থপরতা আমাকে কি মানায়?
সবাই ভালো থাকলে সহজে ভুলে গেলে মনে রাখবে কে?
আমি নাহয় থাকি মনে রাখাদের দলে।
তারপরও তুমি ভালো থাকো,
কারণ ভালো থাকাটা শুধু তোমারই মানায়
এর সৃষ্টি তোমার জন্যেই তো।
ভালো থাকো ।। হৃদয়
©somewhere in net ltd.