![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ তুমি মানেই,
বুকের ভেতর অগোচরে অদৃশ্য ছুড়ির আঘাত
হৃদস্পন্দনে তীব্র আকার ধারন যেনো সজোরে করাঘাত।
কিন্তু বিশ্বাস কর এই ব্যাথাগুলো ব্যাথা না,
কেনো যেনো একটুও ব্যাথা দেয় না।
আবার হঠাৎ তুমি মানেই,
প্রবলভাবে তুমিহীনতায় ভোগা,
ঘুমের মাঝে হঠাৎ করে জাগা,
হঠাৎ করে সিনেমার ভিলেন হয়ে ওঠা।
কিন্তু বিশ্বাস কর আমি এতটাও খারাপ মানুষ না।
হঠাৎ তুমি মানেই ।। হৃদয়
©somewhere in net ltd.