![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া
হেরি শিহরে কদম বিদরে কেয়া, নামিলো দেয়া।
ঝিলে শাপলা কমল ঐ মেলিলো দল, গো মেলিলো দল
মেঘে অন্ধ গগণ, বন্ধ খেয়া, নামিলো দেয়া।
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া।
বারি ঝরে কাঁদে চারিধার
ঘরে ঘরে আজি রুদ্ধ দুয়ার, গো রুদ্ধ দুয়ার।
তেপান্তরে নাচে একা আলেয়া, নামিলো দেয়া।
কাঁদে চখা-চখি কাঁদে মনি-কেকা
দীপ নিভায়ে কাঁদি আমি একা, গো আমি একা।
আজি মনে পড়ে সেই মন দেয়া নেয়া, নামিলো দেয়া।
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া
রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া।
সুরঞ্জনা ও হিমু
©somewhere in net ltd.