![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ আমার শহর
জানালা ও ঘর
শ্যাওলা প্রাচীর জানে
কে আপন পর।
বাতাসের শহর
ঠিক তারপর
স্বপ্ন জমিয়ে রাখে
প্রাচীন পাঁজর
আমার এ শহর।
এ শহর বুকে
সুখে ও অসুখে
ঊষর হাপর জ্বলে
রোদ পোড়া মুখে।
বিকেলের ছাদে
কেউ একা কাঁদে
কেউ ভুলে জড়াবেই
শহরের ফাঁদে।
তুমি কি প্রাপক
অনাগত শোক
চিঠি হলে বিভ্রম
নিয়ন আলোক।
এ শহর জানে
কোন আহবানে
নিজেকে নিজেই ভাঙ্গে
কেউ অভিমানে।
এ শহরের রোদ
রুপালী পারদ
অনাহুত আততায়ী
কিছু প্রতিশোধ ।
এ শহর জানে
রাত কানে কানে
জোছনার কবিতা
কার আহবানে।
বিকেলের ছাদে
কেউ একা কাঁদে
কেউ ভুলে জড়াবেই
শহরের ফাঁদে।
আর কত শ্যাওলা প্রাচীর?
আর কত স্বপ্ন জমিয়ে রাখা?
আর কত চিঠির বিভ্রম?
আর কত অনাগত শোক?
আর কত নিজের অভিমানে নিজেকে নিজেই ভাঙা?
আর কত অনাহুত অতিথি হওয়া?
আর কত আহবান?
আর কত একলা বিকেলের ছাদ?
আর কত একই ভুলের ফাঁদে বারবার একইভাবে জড়ানো? ? ?
২| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:০৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাইস...
৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ ভোর ৫:০৫
অন্ধকারের রাজপুত্র বলেছেন: বেশ পছন্দের একটা গান... প্রায়ই শুনা হয় ।