![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভাল নেই
বলো না কিছুতেই
তবু বুঝে নেবে, কে আছে?
দেখো কেউ কাছে নেই
তবু তুমি এগুবেই
ভাঙা পথ, সাথী কে হবে?
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে, আমি তারাময়।
যদি কখনো ছুঁয়ে দিতে ইচ্ছে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়।
কে বলো কে, দেখাবে পথ তোমাকে?
যদি যাও হারিয়ে এ শহরে?
হাওয়াতে এলো-চুল মুখে এসে পড়ে
যদি না থাকি, তা কে সরাবে?
২| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা সুন্দর। নিকের নাম অধিক সুন্দর।
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: মন ভাল নেই ভাল লেগেছে
৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৭
মেঘপিয়ন বলেছেন: মন ভাল না থাকা সবার জন্যেই এই গান। ধন্যবাদ মন্তব্য করার জন্যে।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৫
এহসান সাবির বলেছেন: গান টা বেশ ভালো।