| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক 
যতটুকু পারা যায় সামলিয়ে রাখ।  
মন মন মন সে তো পাল ছেড়া তরী 
যতদূরই যাক সে সবটুকু তোরই। 
সবটুকু কতটুকু এক রত্তির 
সবকথা শেষ হলে এক সত্যির
মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে, 
তুমি আমি সব্বাই সকলের হাতে। 
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক 
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। 
মন মন মন সে তো কত কথা বলে 
তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে। 
উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি 
সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি! 
কার গান কোন গান তুমি কিছু জানো? 
জানো যদি তবে কেন এত কাছে টানো। 
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক 
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। 
শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ। 
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক 
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক 
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে।।
উত্তর- 
--------------------------------
প্রতিউত্তর-  
বৃষ্টি হলে ভেবে নিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।। 
২| 
০১ লা জুন, ২০১৩  দুপুর ১২:৫৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
কোন ব্যান্ডের এর যেন ... ? কাল এই দেখলাম ওদের লাইভ শো ... দারুন লিখেছে গানগুলো ! নামটা খেয়াল করিনি
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক 
যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। 
মন মন মন সে তো পাল ছেড়া তরী 
যতদূরই যাক সে সবটুকু তোরই। 
সবটুকু কতটুকু এক রত্তির 
সবকথা শেষ হলে এক সত্যির
মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে, 
তুমি আমি সব্বাই সকলের হাতে। 
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক 
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।  
  ... প্লাস দিলাম শেয়ার এর জন্যে 
৩| 
০১ লা জুন, ২০১৩  দুপুর ১:১৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
পেয়েছি , ব্যান্ড এর নাম ... জলের গান !  
 
৪| 
০১ লা জুন, ২০১৩  রাত ১১:২১
তিথির অনুভূতি বলেছেন: দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক 
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক 
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে।।
৫| 
০২ রা জুন, ২০১৩  বিকাল ৩:১১
মেঘপিয়ন বলেছেন: ঠিক বলেছেন, ব্যান্ড এর নাম 'জলের গান' আর অ্যালবাম এর নাম 'অতল জলের গান'।
৬| 
২৬ শে জুন, ২০১৩  বিকাল ৪:৪৭
দূরে থাকা মেঘ বলেছেন: আমার অনেক পছন্দের গান ওদের সবগুলো। যেদিন কনক আদিত্য আমার মেসেজ এর রিপ্লাই দিলেন,আমি আমার ভাইবোনদের সবাইকে ফোন করে বলেছি, জানিস,উনি না আমাকে রিপ্লাই দিলেন! মেঘপিয়ন কে ধন্যবাদ, লিরিকটা লিখে দেওয়ার জন্য!
আরেকটা দিবেন,আয় মেঘ, আয় ছেলেবেলা, অনুরোধ রইলো।
 
০২ রা জুলাই, ২০১৩  ভোর ৪:৪৯
মেঘপিয়ন বলেছেন: আপনার ম্যাসেজ আজকে দেখলাম। এখন আপনার জন্যেই "আয় মেঘ আয় ছেলেবেলা" গানের কথা উৎসর্গ করলাম। আমার নতুন ব্লগেই পাবেন গানটা। 
চুপিচুপি একটা কথা বলে ফেলি। আমার কাছে গানগুলো শুধু কিন্তু গান নয়। শুধুমাত্র যখন আমার কোন অনুভূতির সাথে কোন গানের কথা মিলে যায়, কেবল তখনই আমি সেই গানটি বারংবার শুনতে শুনতে তার কথাগুলো লিখে ফেলি যাতে পরিপূর্ণভাবে অর্থ উপলব্ধি করতে পারি। আজ আপনার কারণে ছেলেবেলাকে ফিরে পেলাম আর একবার 
 
৭| 
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ২:৪৩
দূরে থাকা মেঘ বলেছেন: শুনুন,আমি এখন ও পেনসিল দিয়ে লিখি, শখ করে, থিসিসের সবটাই পেনসিল দিয়ে লেখা। আর আমার ভালো ও লাগে। একজন পেনসিল চোর আছেন, তাকে তো আমি ভয় করি। আমার বড়ো ভালো লাগে, গান গুলো। আমিও অর্থ খুঁজে পাই। আরেকটা লিরিক দিবেন, কাগজের নৌকা। কেমন?
 
০৯ ই জুলাই, ২০১৩  রাত ১১:৩৩
মেঘপিয়ন বলেছেন: পেন্সিলে তো আমিও লিখি, বলেন কি! সবসময় লিড পেন্সিল দিয়ে একটা হার্ডবোর্ডে কিছু সাদা পৃষ্ঠাতেই আমার যত কাজ ও অকাজ করা হয়।কাঠপেন্সিল একটু পরপর কাটতে হয় বলে অনেক পছন্দ হলেও ব্যবহার করতে পারি না। আর পেন্সিল চোর ভালো ছেলে, আপনার পেন্সিল নিবে না। 
এই নিন কাগজের নৌকা...নিজের মাকে গানটা না শুনিয়ে তো আর আপনাকে দিতে পারি না, তাই এই ভোরবেলায় মাকে গানের কথার ভাবার্থ বলে তারপর আপনাকে দিচ্ছি...নতুন ব্লগে পাবেন। 
৮| 
০৪ ঠা জুলাই, ২০১৩  রাত ২:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩  দুপুর ১২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো !