![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি?
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি,
নীচের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি
তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?
কবিতা -- আনিসুল হক
আবৃত্তি - মেহেদী হাসান
১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৩
মেঘপিয়ন বলেছেন: কমেন্ট করার জন্য আরো বেশি ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা পড়তে গিয়ে কেমন পরিচিত লাগছিল । পরে দেখলাম আনিসুল হকেরই লেখা।
সুন্দর কবিতাটা শেয়ারের জন্য ধন্যবাদ ।
১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৬
মেঘপিয়ন বলেছেন: নিজের চেনা-পরিচিত কোন জিনিস কিছুদিন চোখের আড়ালে থাকলে তারপর কিন্তু নতুন আবেদন নিয়ে প্রবল বিক্রমে ফেরত আসে। আমার ক্ষেত্রেও কবিতাটি ঠিক এমনভাবেই এসেছে বলেই লিখে দিয়েছি। সুন্দর মন্তব্যের জনে্য ধন্যবাদ।
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো পোস্ট।
১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৭
মেঘপিয়ন বলেছেন: ভালো মন্তব্য মিঃ শঙ্কু।
৪| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২
দূরে থাকা মেঘ বলেছেন: আমার একসময়কার প্রিয় কবিতা।
পড়ে আমার সেই দিনগুলো মনে পরে গেলো।
ধন্যবাদ সেই দুপুরটা মনে করিয়ে দেওয়ার জন্য।
০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭
মেঘপিয়ন বলেছেন: কিছু কিছু সময় খুব অদ্ভুতভাবে কিছু কিছু গানের বা মূহুর্তের স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তাই না!
৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
সুমন জেবা বলেছেন: পরিচিত কোন জিনিস কিছুদিন চোখের আড়ালে থাকলে তারপর কিন্তু নতুন আবেদন নিয়ে প্রবল বিক্রমে ফেরত আসে।
ধন্যবাদ..
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০
মেঘপিয়ন বলেছেন: অতি বড় বাস্তব সত্য বলেছেন...
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: প্রিয় কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।