![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরষা মানে না
ঝরছে জলধারা,
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা।
অনুনয় মানেনা
অবারিত মনকথা,
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা।
নির্ঝর গগনে অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে।
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় - তোমায় অনব ভালবাসি...
দীপিকা সায়নে অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে।
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় - তোমায় অনব ভালবাসি...
বরষা মানেনা
ঝরছে জলধারা…
২| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
দূরে থাকা মেঘ বলেছেন: আমার একটা প্রিয় গান এটা।আর আজকের দিনের জন্য ভালো গান।
ধন্যবাদ।
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
মেঘপিয়ন বলেছেন: নিশ্চই বুঝে নিয়েছেন যে এটা আমারও অনেক প্রিয় গান। আজকের দিনের জন্যেই দেয়া।
আমি বর্তমানে এই গানের লুপে আছি। টানা পঞ্চাশবার শোনা হয়ে গেছে মনে হয় আজকে।
৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সরদার হারুন বলেছেন: গায়কের সব গানই ভাল লাগতে পারে তাই বলে শ্রতারও ভাল লাগবে এমনটাতো গতে পারেনা।
আমরা সাধারন মানুষ জানি যে গানের ৩ টি অংশ তাকে
এস্থায়ি, অন্তরা, সন্চারী । আপনার গানে সেটার অভাব মনে হচ্ছে। কোন তালের তা বোঝা যায়না
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
মেঘপিয়ন বলেছেন: আপনার যেমন খারাপ লাগতে পারে, তেমনি আমার বা অন্য কারো ভালো লাগতেই পারে, কি বলেন?
৪| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমার গার্লফ্রেন্ডরে বাদ দেন ভাই।
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
মেঘপিয়ন বলেছেন: বর্ষণের গার্লফ্রেন্ড কি বরষা?
মজা পেলাম।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রায় অসম্ভব প্রিয় একটা গান, অসাধারণ কম্পোজিশন। ধন্যবাদ শিরোনামহীনকে
কিন্তু অবাক আমি,এরকম একটা গানে কি করে একটা লাইক থাকতে পারে!
আপনি এখন ব্লগিং করেন কিনা জানি না, গানটার লিরিকস খুঁজতে গিয়ে এই লেখাটা পেলাম। মন্তব্য করে গেলাম।
অসংখ্য ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
মেঘপিয়ন বলেছেন: ধন্যবাদ আপনাকে চন্দ্রকথা রাজশ্রী সুন্দর অভিব্যক্তির জন্যে। অনেকেই হয়তো লিরিক্স দেখেছেন, পড়েছেন কিন্তু ভালোলাগা জানিয়ে যাননি আপনার মতো করে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
সরদার হারুন বলেছেন: কবতিার চেয়ে গায়কের কন্ঠ ভাল যদিও এ গানের তাল, লয,মাত্রা আমার ভাল লাগেনি ।
গায়ককে তার ভাল কন্ঠের জন্য ধন্যবাদ।