![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকটা পথ হেটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
-"হারিয়ে যাও", আরবোভাইরাস।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।