![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু আঁধার আলোর খোঁজে
কিছু স্বপ্ন দু'চোখ বুঁজে
কিছু গল্প সময় ভুলে
কিছু প্রার্থনা দু'হাত তুলে।
আমার আলো তুমি আঁধার মাঝে
আমার স্বপ্ন তুমি সকাল সাজে
আমার গল্প তুমি সারা বেলা
আমার দেবী তুমি - প্রাণের মেলা।
কিছু নীরবতা বিজন রাতে
কিছু পথ চলা হাত রেখে হাতে
কিছু কল্পনা তোমায় ঘিরে
কিছু ভালবাসা স্বপ্ন নীড়ে।
আমার ধ্যান তুমি নীরবতায়
আমার সঙ্গী তুমি পথ চলায়
আমার কল্পনা তুমি দৃষ্টি-সীমায়
আমার আবেগ তুমি ভালবাসা।
কিছু কথা ভাষার খোঁজে
কিছু প্রেম তোমায় বোঝে
কিছু সুর অনুরাগে
কিছু আশা মনে জাগে।
আমার ভাষা তুমি সকল কথায়
আমার প্রেম তুমি মনের পাতায়
আমার গান তুমি জীবন সুরে
আমার আশা তুমি হৃদয় জুড়ে।
আমার আলো তুমি আঁধার মাঝে
আমার স্বপ্ন তুমি সকাল সাঁজে
আমার গল্প তুমি সারা বেলা
আমার দেবী তুমি - প্রাণের মেলা।
- "আলো আধাঁরে", মিফতাহ জামান।
আমার মাথায় যা ঘুরছে, কোন কোন গীতিকার তা হুবহু কিভাবে লিখে ফেলে! আর তারপর সুরকার সুন্দর সুর দেবার পর কিছু মানুষ কিভাবে সেই কথাগুলোকে এতো করে গায়! আমার তো আর কিছুই নিজে থেকে লেখা লাগে না।
©somewhere in net ltd.