| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে॥
বাসনার বশে মন অবিরত    ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,    তুমি আছ তার আছে তব স্নেহ–
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,   সমুখে অনন্ত জীবনবিস্তার–
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে॥
জানি শুধু তুমি আছ তাই আছি,   তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর    লোকলোকান্তরে যুগযুগান্তর–
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে॥
- রবীঠাকুরকে হিংসা, অর্ণব  কেও হিংসা।   
২| 
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন: 
রবীঠাকুরকে হিংসা!!!!!!!!!!!!!  
  
 
৩| 
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:৩১
ইচ্ছে বলেছেন: - রবীঠাকুরকে হিংসা, অর্ণব কেও হিংসা 
 
  
  
  
 
৪| 
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
এতো হিংসা কেন ? 
 
১৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৮
মেঘপিয়ন বলেছেন: পেটে পেটে হিংসা, কি আর বলবো! 
লিখতেও পারিনা, গাইতেও পারিনা...তাই... 
৫| 
১৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
এতো হিংসা কেন ? 
৬| 
৩১ শে জুলাই, ২০১৩  রাত ১২:৩৬
দূরে থাকা মেঘ বলেছেন: আমার খুব প্রিয় গান। ধন্যবাদ। খুব গানপাগল মানুষ আপনি!
৭| 
৩১ শে জুলাই, ২০১৩  রাত ১:০১
দূরে থাকা মেঘ বলেছেন: একটা গান যে দিতে হবে, আমি বলে দিচ্ছি, যৌবন সরসীনীরে মিলন শতদল- এই গানটা।
পারলে একজনের গান,যার গলায় কারুকাজ আছে,তার টাই দিবেন, যেমন 
https://www.youtube.com/watch?v=mSft_sMSPBo এই মানুষটার  মতোন। আরেকটা গান আছে,তবে তার গলায় এতো কাজ নাই, স্টুডিও তে গাওয়া। আরাম লাগেনি শুনে।
দিবেন?
 
০৫ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৪৭
মেঘপিয়ন বলেছেন: এই নিন আপনার গান...
যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে,
তারি গন্ধকেশর-মাঝে
এক বিন্দু নয়নজল॥
ধীরে বও ধীরে বও, সমীরণ,
সবেদন পরশন।
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর--
তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল॥
মনোজ মুরলী নায়ার এর গাওয়া আমার ভাল লেগেছে।
http://goo.gl/zIq8bT
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩  ভোর ৫:২৪
বটের ফল বলেছেন: চমৎকার। একগুচ্ছ প্লাস।
+++++++++++++++