| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঘুমিয়ে গেছে রাজধানী 
নেই আলোর ঝলকানি
পায়ে পায়ে আমি সাবধানী
আত্মজীবনের ঘানি টানি। 
আমার স্বপ্নের কুলখানি
এ পাশে ছিড়ছে রঙের জামদানি
বাতাসে উড়ে উড়ে উড়ে যাচ্ছে ব্লাকমানি
এ ঘরে পরে আছে ভাঙা ফুলদানি। 
এই গুলশান বনানীর
কোনো চারকোনা ফ্লাটে জানি
চলে তোমাদের কানাকানি
আমি বোকা চোখে অভিমানী
আমি বোকা চোখে অভিমানী... 
সুয়োরানী আর দুয়োরানি
দেখছি কিনা কি জানি
একটা চিত্র নিয়ে টানাটানি
আমি মাঝখানে হই জ্বালানি।  
আধারে চলছে চোরাচালানি 
আমি দেখি বুঝি লাগে বুকছানি
চারিপাশে নিয়ত হানাহানি
মিথ্যে আশার চোখধাধানী। 
বিধাতা বলো কিভাবে মানি 
বিধাতা বলো কিভাবে মানি 
ধংস করো শালাদের চোখরাঙ্গানি। 
আমার ধিক্কার ঘোলা পানি
হলে হোক না জানাজানি
এ পারে নেই সুখের হাতছানি
এ চোখে কত আর নোনাপানি
আমি বোকা চোখে অভিমানী
আমি বোকা চোখে অভিমানী..
-গুলশান বনানী  ,  মিফতাহ জামান। 
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩  সকাল ৯:৪৯
বোকামন বলেছেন:
সুয়োরানী আর দুয়োরানি
দেখছি কিনা কি জানি
একটা চিত্র নিয়ে টানাটানি
আমি মাঝখানে হই জ্বালানি
কবিতায় দ্রোহের আগুন আছে, ভালোলাগা রইলো।।
ভালো থাকুন কবি।