| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেই রাত
ছিলো সংঘাত
আর কাঁচপোকাদের সংসার
ছিলো তোমার আমার অভিসার
ভুলে জল-ঘেঁষে একা ফুটপাত
রেখে বৃষ্টির ছাঁটে কাঁপা হাত
তুমি আনমনে খুব নির্ভুল
চুলে বিলি কেটে চোখ বহুদূর
আমি একা জানালায় নেশাতুর
শুনি কান পেতে বুকে বেজে ওঠা ভুল সুর !
জোছনা
তুমি গাল ছুঁয়ে থাকা ভালোবাসা অজানা।
তুমি জলে ভেজা চিঠি-
বিকেলের জানালা।
জানি না
কত শব্দ পেরোয় অলস সীমানা।
এই রাত
ভুলে যাওয়া চাঁদ
নেই শঙ্কা পথ হারাবার
হেঁটে ঘুর পথে রোজ বারবার
চোখ ঝাপসা হয়েই জেগে থাক
যত ল্যাম্পপোস্ট আর দাঁড়কাক
আছো আজো তুমি খুব নির্ভুল
চুলে বিলি কেটে চোখ নেশাতুর
আমি আজো জানালায় বহুদূর
শুনি কান পেতে বুকে বেজে ওঠা চেনা সুর !
জোছনা
তুমি সেই চেনা সুর, ক্রমশঃ অচেনা।
তুমি জলে ভেজা চিঠি-
বিকেলের জানালা।
জানি না
কত উঠোন পেরিয়ে তোমার আঙিনা।
'জোছনা আর নীলের কবিতা  '
কথা : অনন্ত রাহাত রাকীব
সুর ও কণ্ঠ : চমক হাসান ও ফিরোজা বহ্নি
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১০
মেঘপিয়ন বলেছেন: লিঙ্ক তো দেয়াই আছে, গানটির শেষে যেখানে নীল অক্ষরে শিরোনাম দেয়া আছে - সেখানে ক্লিক করলেই পাবেন। 
ৎঁৎঁৎঁ - আপনার লিঙ্কের উচ্চারণ বলেন। 
 
২| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:২০
এহসান সাবির বলেছেন: শুনতে হবে।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১২
মেঘপিয়ন বলেছেন: শুনে ফেলুন তাড়াতাড়ি।
৩| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:২১
রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর কথাগুলো। 
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১২
মেঘপিয়ন বলেছেন: আবার জিগায়! ![]()
৪| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১২
মেঘপিয়ন বলেছেন: ধন্যবাদ।
৫| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুনব।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১৩
মেঘপিয়ন বলেছেন: লিঙ্ক আছে তো, শুনে নিন তাড়াতাড়ি।
৬| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৯:২২
রহস্যময়ী কন্যা বলেছেন: শুনিনাই এখনো  
 
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৪:১২
মেঘপিয়ন বলেছেন: কেন? লিঙ্ক তো দেয়াই আছে গানের শেষে...  
 
৭| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩  দুপুর ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: শুনি নাই। শুনবো। শেয়ারের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৪:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: নেই শঙ্কা পথ হারাবার
হেঁটে ঘুর পথে রোজ বারবার
চোখ ঝাপসা হয়েই জেগে থাক
যত ল্যাম্পপোস্ট আর দাঁড়কাক
ভালো লাগলো! সুর সহ শুনতে পারলে আরও ভালো লাগতো!
মেঘপিয়ন - নিকটা মজার!