![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তপ্তখরা শেষে মেঘ হলি তুই
চঞ্চল পবনে তোকে ছুঁই
এখনো ধরণী হয়নি শীতল
এখনই চলে যাবি কিরে বল?
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে।
কম্পিত হাত রাখি তোর শান্ত মনের পরে
তোর মেঘ কালো মায়া চোখে
ভাব রে আপন করে
তোর ঝাঁপটা ভেজা জল মেখে
চোখটা আমি বুজি কি সুখে।
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে।
হাহাকার মনকুঁড়ি,
যাসনে ও মেঘলা মেয়ে,
হাত জড়ো মনে পুড়ি
বহুকাল তোকে চেয়ে।
তুই বাসতে ভালো ঝরে চল
এখনই চলে যাবি কিরে বল?
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে
ও মেঘলা মেয়ে যাসনে উঠে
এখনো দেখা শেষ হয়নি তোকে
তপ্তখরা শেষে মেঘ হলি তুই
চঞ্চল পবনে তোকে ছুঁই...
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
শাহরিয়ার নীল বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২
শায়মা বলেছেন: অনেক সুন্দর!