![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে
কি করে বলো রবো একেলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে।
কেন হঠাৎ তুমি এলে
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়েও হারানো যায় না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথচলায় তোমাকেই চাই।
তোমাকে ভেবে পৃথিবী আমার
অদেখা তবু এঁকে যাই
আমার ভেতর শুধু তুমি
আর তো কিছু পায়নি ঠাঁই।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল।