| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনন্তকালের পথযাত্রী হয়ে ছুটে চলেছি
এই তো আর অল্প কিছুদূর যাবার আছে বাকি।
অনন্তকালের কাছে এসে আজ ভাবতে বসেছি
নিয়তির খাতায় আমার লেখা আছে কি-
সাথী হবে কী?
পরিচিত মুখ  
চিরচেনা সেইসব 
প্রেমের অনুভূতি
নাকি নিসঙ্গতার পাহাড়ে-  
অচেনা অজানা মুখ নিয়ে 
খেলবো এক অনন্তকাল
স্তব্ধতার সাথে আমার সহবাস। 
হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো 
মেলবে হয়তো ডানাগুলো
সাথে থাকবে কি...অনুভুতি। 
খেলাঘর আর এই স্বপ্নপুরী
স্বার্থপরতার বাড়াবাড়ি,
খেলাঘর আর এই স্বপ্নপুরী
ইচ্ছেপূরণের কাড়াকাড়ি- 
সাথী হবে না- 
পরিচিত মুখ  
চিরচেনা সেইসব 
প্রেমের অনুভূতি
আমি নিসঙ্গতার পাহাড়ে-  
অচেনা অজানা মুখ নিয়ে 
খেলবো এক অনন্তকাল
স্তব্ধতার সাথে আমার সহবাস। 
হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো 
মেলবে হয়তো ডানাগুলো
সাথে থাকবে না...অনুভূতি। 
©somewhere in net ltd.