![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু এভাবে সময় আমার
কেটে যাবে তোমাকে ভেবে
তোমায় নিয়ে স্বপ্নগুলো
ভোর হলে যায় যে ভেঙে
আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে--
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে
দেখি তোমাকে আছো দাড়িয়ে
আনমনে নীল শাড়িতে
হাজার ভিড়ে সব ছাড়িয়ে
শুধু তুমি আমার চোখে
পথের ধারে তোমার আশায়
ভালোবাসার ধূসর আলোতে
আছি দাড়িয়ে স্বপ্ন নিয়ে
তোমার আকাশে সুর ছড়াতে
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে--
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।।
গানের লিঙ্ক
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
পাঠক১৯৭১ বলেছেন: এখন সবে শীত, কভবে আসবে বর্ষা!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:#> :#> :#>