![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুর জন্য কতকিছু হয়নি
ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি।
একটুর জন্য পাশ নম্বর নেই,
ফেল করা আশা তবু ফাঁকতালে থাকবেই।
একটুর জন্য চাকরিটা হল না,
আধমরা আশা তবু পুরোপুরি মলো না।
একটুর জন্য প্রেম দিল চম্পট,
তবুও হৃদয় করে আশা নিয়ে ছটফট।
একটুর জন্য কাঁচকলা জুটল,
থমথমে মুখে তবু হাসিটাও ফুটল।
একটুর জন্য হাসিটাকে রাখছি,
দুরাশায় হোক তবু আশাতেই থাকছি।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
মামুন রশিদ বলেছেন: একটুর জন্য হাসিটাকে রাখছি,
দুরাশায় হোক তবু আশাতেই থাকছি।
ভালো ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
উদাস কিশোর বলেছেন: একটুর জন্য খারাপ লাগেনি
বেশ তো !