| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সেই মিষ্টি হাসি ভুলতে পারিনি
তার মনের কথা জানতে পারিনি
দিন চলে যায়
রাত চলে যায়
এ মন তো আর মানেনা। 
ভালোবাসা সে তো শুধু মিছে আশা
আমি তো আগে বুঝিনি
আমারি মনে রেখে গেছে স্মৃতি
তা আজো মুছে ফেলিনি। 
তাকে ভালোবাসি বলা হলো না
সে যে চলে গেছে ফিরে এলো না
দিন চলে যায়
রাত চলে যায়
এ মন তো আর মানেনা। 
মায়াবি ঐ চোখে
কি যাদু আছে
করেছে আমায় উতলা
দুচোখে ভাসে 
শুধু তারই ছবি
তাই আমি এতো উন্মনা ।। 
ব্যান্ডঃ  মাইলস।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪  দুপুর ২:৫৬
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগার গান +++