![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপি চুপি রাত যায় রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।
রাতের আড়ালে
চোখ ভিজে গেলে
জানবে না কেউ লজ্জা পেলে ।
মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না ।
হাতের আঙুলে
ঠোঁটে আর গালে
লেগে আছো তুমি
ভুলি কোন ভুলে ।
জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেও না ।
চুপি চুপি রাত যায় যে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।
তারাদের সাথে তারা গুনি
শুন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেও না..।।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১০
আমিনুর রহমান বলেছেন:
ভালো গান +++