![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর আজা ঘর আজা
পিয়া মোরা ঘর আজা
ঘর আজা ঘর আজা রে..
তোমাকে আবার
ভালো করে চেয়ে নাও,
কথা দাও এবার
হারিয়ে যাবে না।
ঘর আজা ঘর আজা
পিয়া মোরা ঘর আজা
ঘর আজা ঘর আজা রে..
এখনও কাছে
চিঠিরা আছে,
আমার কথারা
তোমার ভাষায়।
মুঠোর আদরে
স্মৃতিরা ঘোরে ,
দুঠোঁট হারালো
কার কুয়াশায়।
এত কাছে এসে
ভালবেসে শেষে,
এত কাছে এসে
ভালবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে..।
ঘর আজা ঘর আজা
পিয়া মোরা ঘর আজা
ঘর আজা ঘর আজা রে..
তোমার দুহাতে
সাজানো রাতে,
রাখবো নিজেকে
দূর সীমানায়।
আসবে কি ফিরে
চোখের শরীরে,
এমন ফেরা তো
তাকেই মানায়।
এত কাছে এসে
ভালবেসে শেষে,
এত কাছে এসে
ভালবেসে শেষে
ফেরাবে কে ফেরাবে..।
ঘর আজা ঘর আজা
পিয়া মোরা ঘর আজা
ঘর আজা ঘর আজা রে..
©somewhere in net ltd.