নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

মেঘপিয়ন › বিস্তারিত পোস্টঃ

নির্বাণ - রোজকার রূপকথা...

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে

কাঁচপোকা সারি সারি, নির্বাণ, নির্বাণ ডেকে যায়।

কিছু ভুল রঙের ফুল, ফুটে আছে আজ পথে

কিছু মিথ্যে কথার রং, আমাদের হৃদয়ে।

এখনও এখানে নীরবে দাঁড়িয়ে, অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে

কিছু মাতাল হাওয়ার দল, শোনে ঝোড়ো সময়ের গান

এখানে শুরু হোক রোজকার রূপকথা।

কিছু বিষাদগ্রস্ত দিন, ছিলো প্রেমিকার চোখে জমা

আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়

ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

অর্বাচীণ স্বজন বলেছেন: ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

মেঘপিয়ন বলেছেন: "ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা"
- লাইনটাই আমারও সবচেয়ে প্রিয় লাইন।

তারপরের প্রিয় লাইন হলো -
"এখানে শুরু হোক রোজকার রূপকথা"

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আমার অনেক প্রিয় একটা গান । মেঘদল এর অনেক গান ই প্রিয় , তবে এটা সবচে বেশি ।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯

মেঘপিয়ন বলেছেন: আমারো আপনার মতই অনুভূতি মেঘদল এর গান নিয়ে...এই গানটাই তাদের সেরা আমার মতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.