![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি
অজানা এক নীরবতার সুরে
দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায়
দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায়।
সুর...সুরে
আমি গেয়ে যাই আকাশ নীলে।
হারানো দুপুরে খুঁজে পাই ফেলে আসা দিনগুলো
স্মৃতির আড়ালে ডুবে যাই কোথায়..
©somewhere in net ltd.