![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কেন নিভিয়ে দিয়ে গেলে সব আলো
তুমি কেন নিভিয়ে দিয়ে গেলে সব আলো
লোকে বলে সময় নাকি
সব ভুলিয়ে দিতে পারে
তবে কেন থেমে আছে সময়
আমার দুয়ারে।
এ ধরায় ভাসবে না আর
সে হাসির সেতার আওয়াজ
যেন মেঘ ভাঙ্গা রোদের ভেলায়
শরতের স্বর্ণালি সাজ।
কে পারে ছড়িয়ে দিতে এমন মায়ার আলো
কে পারে এমন করে অনায়াসে বাসতে ভালো
এ ধরায় ভাসবে না আর
সে হাসির সেতার আওয়াজ
তুমি কেন রেখে গেলে শুধু স্মৃতির কারুকাজ
লোকে বলে জীবন নাকি তাই
না পাওয়ার ধূসর পূরাণ
তবে কেন হৃদয় জুড়ে আজো পাই
তোমার স্নেহ অফুরান
কে পারে এমন করে অনায়াসে বাসতে ভালো
তুমি কেন জ্বেলে দিয়ে গেলে হৃদয়ের সব আলো
তুমি কেন নিভিয়ে দিয়ে গেলে সব আলো
তুমি কেন নিভিয়ে দিয়ে গেলে সব আলো।।
©somewhere in net ltd.