![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু খানি মোমের আলো
আর চারিদিক আধাঁর কালো
তার মাঝে আমি বসে
অপেক্ষাতে কে ওই আসে
আমার জীবন করে আলো
আমার জীবন করে আলো।
এরই মাঝে স্বপ্ন আমার
বাঁধছে নতুন বাসা
চাঁদের আলো দিয়ে তাকে
ভরিয়ে দেবার আশা
সে যে আসছে
ধীর পায়ে...
ধীর পায়ে...
ধীর পায়ে...
আমার জীবন করে আলো
আমার জীবন করে আলো।
একটু খানি মোমের আলো
আর চারিদিক আধাঁর কালো।।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮
মেঘপিয়ন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৯
জীয়ন আমাঞ্জা বলেছেন: এটা সুন্দর হয়েছে ।
*বাঁধছে
*চাঁদের আলো (?)