![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলের কোলে জোছনা খেলে,
আমি শুধু অবাক চেয়ে
আমার ভেতরে ডুবসাঁতারে
জলকেলি কাকে যেন পেয়ে
কবিতার প্রিয় যত চরণে,
কে যেন আসে আজ স্মরণে
টুপটাপ শিশির হয়ে।
বাতাসে দোলে রজনীর ফুলে
ঘুম গেছে দু'চোখ ধুয়ে
পুরোনো শিকড়ে আলতো করে
অগোচরে যায় কে ছুঁয়ে।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
মেঘপিয়ন বলেছেন: আমার পুরোটাই ভাল লাগে যে...
২| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বাহ। চমৎকার।
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
মেঘপিয়ন বলেছেন:
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৬
মেঘপিয়ন বলেছেন: আমি জানতাম সামুতে একনামে দুই নিক হয়না কিন্তু আমরা এক হলাম কিভাবে !!!??? :#>
।তবে যে জিনিসটা আমাকে অবাক করত তা হচ্ছে আপনার দেওয়া গানের পোস্ট গুলো আমি নিজেও গান শোনার পোকা আর আপনি যেন বেছে আমার পছন্দের গান গুলোই শেয়ার দিয়ে যাচ্ছেন !!!!
২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
মেঘপিয়ন বলেছেন: আরে, তাই তো। আমি তো সেই কবে থেকে এই নিক ব্যবহার করছি। অসুবিধা নেই, ভালই হলো একজন মিতা পেয়ে। স্বাভাবিক জীবনে ও তো মাঝে মাঝে একই নামের মানুষের সাথে দেখা হয়েই যায়, সামুতেও না হয় হলো।
আরো গান শোনার নিমন্ত্রণ রইলো আমার পেজে এসে। ভাল লাগা চলতে থাকুক।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৫
জীয়ন আমাঞ্জা বলেছেন: শিরোনামটাই মন কেড়ে নিয়েছে ।
কবিতাটি কিঞ্চিত বিধ্বস্ত লাগছে ।