![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেঁটেছে এতোটা পথ একলা বিকেল
শুকনো পাতার ভীড়ে আধফোটা ফুল
ডেকেছে এতোটা নাম অবুঝ হৃদয়
মাঝপথে ভেঙ্গে গেলো খেলনা পুতুল।
খুঁজবো কোথায় তাকে
দুচোখে হারাই যাকে
আবছায়া কোন সে তারায়।
ডেকে যায় ডেকে যায়
কি কথা সে রেখে যায়।
ফুল ঝরা পথে, না রাখা শপথে
গোধুলির রোদ সরে দুঃখী ছায়ায়,
হারানো মিছিলে স্বপ্নের নীলে
কে কাকে খুঁজবে বলো মেঘলা মায়ায়।
জেনেছে কিছুটা হাত পুরোনো আদর
আঙুলের গায়ে লেখা জোস্নার জল
ভেঙেছে এতোটা ঢেউ বালির বাসর
ঢেকে রাখা তিল জানে কষ্ট অতল।
জানলার কাঁচে কথা লেগে আছে
কী করে মুছবো তাকে আনমনে
মেঘ করে এলো দিন এলেমেলো
বাঁশিও বাজেনি রিংটোনে।
©somewhere in net ltd.