![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজেরই গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভেতর চলছে তুফান ।।
অগোছালো সব আশাগুলো জ্বলো
নিভু নিভু শত তারার আলো
চোখে চোখ রেখে রয়ে যায় বহুদূরে
জমে থাকা চিৎকারে।।
কেউ না থাক আছো জোনাকি
আছো আকাশ সেও একাকী
আছো জানালায় ঘুমন্ত শহর
শোনো কথার পিঠে কথার বহর।
২| ০১ লা মে, ২০১৪ রাত ৮:১৯
মেঘপিয়ন বলেছেন: অগোছালো সব আশাগুলো জ্বলো
নিভু নিভু শত তারার আলো
চোখে চোখ রেখে রয়ে যায় বহুদূরে
জমে থাকা চিৎকারে।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
সত্যের পথে আরিফ বলেছেন: কেউ না থাক আছো জোনাকি
আছো আকাশ সেও একাকী
আছো জানালায় ঘুমন্ত শহর
শোনো কথার পিঠে কথার বহর। ভাল লেগেছে খুব!