![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে যা রে মন যা
ফিরি মনে মনে বাড়ি
দেব ঘুমে ঘুমে পাড়ি
দেখো চাদরে নেমেছে কুয়াশা।
মেঘেদের কাছে ঘুম জমে আছে
জলছবি আঁকা বালিশে
আবছায়া বাঁকে পেয়েছি তোমাকে
আদরে আর নালিশে।
থেকো ভেজা ভেজা শীতে,
রেখো অচেনা নদীতে
তবু খুঁজোনা তুমি
খুঁজোনা ফেরার ঠিকানা।
বরফিলি ঘাসে দিন নেমে আসে
বর্ষাতি ভেজে বিকেলে
বলো কেন ছুঁলে মেঘলা আঙুলে
বৃষ্টি শরীরে কি পেলে।
যদি ছুঁয়েছ এভাবে,
দেখো হাওয়া থেমে যাবে
হিয়া শ্রাবণেক্ব হারাবে
শ্রাবণে হারাবে ঠিকানা।
ফিরা দে মুঝকো
মিলা দে উছকো
ইয়া মওলা - মওলা রে।
©somewhere in net ltd.