![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নও কাছে নও দূরে
কেউ কি বেধেছে সুর ভুল করে
চোখ বুজে নাও খুঁজে
ভোরের বাগান ডুবে যাওয়া গান
আধরানে কোনো নারীর টানে
যেও না যেও না আছে প্রবঞ্চনা
নও কাছে নও দূরে।
রোজ যেখানে গান হতো
পদভারে আজও কম্পিত
নদী বিহীন ব্যাকুলতা
তোমাকে ঘিরে যত কথা
তোমার যখন দিনের শুরু
তখন আমার রাত্রি রচনা
আধরানে কোনো নদীর টানে
যেও না যেও না আছে প্রবঞ্চনা
নও কাছে নও দূরে।
ছিলে তুমি ঘরে বাইরে
নিপুণ কোনো অন্ধকারে
তোমার কাছে আসতে যেতে
মেশাই কান্না বৃষ্টিতে
এমন করে গভীর চেনা
এমন করেই হয় অচেনা
আধরানে কোনো গানের টানে
যেও না যেও না আছে প্রবঞ্চনা
নও কাছে নও দূরে।
প্রবঞ্চনা - শান্তনু বিশ্বাস।
Souncloud Link
©somewhere in net ltd.