| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দূর পৃথিবীর গল্প শোনো
ছায়ার মতো কিছু স্বপ্ন এখনো
দূরে দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই।
ঘোরলাগা কিছু সন্ধ্যা 
আর ব্যর্থ যত স্বপ্ন যে রঙিন 
শুনে যাও 
শুনতে কি চাও 
আমাদের যত পরাজয় 
রাত্রিদিন। 
অন্ধকারে অন্ধ নদী
ছুটে চলে নিরবধি
তবু গল্প লিখে যাওয়া
তবু স্বপ্ন স্বপ্ন খেলা
তবু নদীর মতো চলি 
সারাবেলা। 
২| 
১৪ ই আগস্ট, ২০১৪  রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: মেঘপিয়ন । 
দারুন লাগিলো  নবীশ এ্ই কবির মন ভরিলো। 
 +
৩| 
১৫ ই আগস্ট, ২০১৪  রাত ১০:২৯
বাংলার পাই বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪  রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: মেঘপিয়ন ,
দুর পৃথিবী কি করে কাছে আসবে গল্প শোনাতে যদি তার ঠিকানা খুঁজে না বেড়াই। যদি নদীর মতো না চলি সারাবেলা তার খোঁজে ?
ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।