নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

মেঘপিয়ন › বিস্তারিত পোস্টঃ

একদিন বৃষ্টিতে বিকেলে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৩

একদিন বৃষ্টিতে বিকেলে

থাকবে না সাথে কোন ছাতা

শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়

ভিজে যাবে চটি, জামা মাথা।



থাকবেনা রাস্তায় গাড়িঘোড়া

দোকানপাট সব বন্ধ

শুধু তোমার আমার হৃদয়ে

ভিজে মাটির সোঁদা গন্ধ।



একদিন বৃষ্টিতে বিকেলে

মনে পড়ে যাবে সব কথা

কথা দিয়ে কথাটা না রাখা

ফেলে আসা চেনা চেনা ব্যথা।



অদূরে কোথাও কোন রেডিওতে

এই পথ যদি না শেষ হয়

আর বৃষ্টির রং হয়ে যাবে নীল

আর আকাশের রংটা ছাই।



একদিন, বৃষ্টিতে একদিন … বৃষ্টিতে বিকেলে …



ভাঙ্গা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে-

কার নুন শো তে কোথাও

আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা

দুজনের চোখের জল।



ঝমঝম … ঝমঝম … চোখের জল …



একদিন বৃষ্টিতে বিকেলে

আমরা ধরা পড়ে যাবো দেখো ঠিক

ধুয়ে যাবে যত আছে অভিমান

ধুয়ে যাবে সিঁদুরের টিপ।



আর চটিটাও ছিঁড়ে যাবে তক্ষুনি

তাই পালানো যাবেনা যে কোথাও

রাস্তা যেমন তেমনি

শুধু লোকজন সব উধাও।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৪

রোমেল আশরাফ বলেছেন: সুন্দর কবিতা

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

ফারহানা ইয়াসমিন সুমি বলেছেন:
একদিন বৃষ্টিতে বিকেলে ..ভাল লিখেছেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: অঞ্জনের গান.।।।সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.