![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলা শেষ
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ
একই পথ দিয়ে ফেরা হলো না
ঘুম শেষ
দূরে ফুটেছিলো আলো তুমি ভালোবাসো বলে
ঢেউ নেই স্রোত নেই গতি নেই
থেমে গেলে ক্ষতি নেই
কন্ঠে আকুতি নেই
আগুনের তাপে রোদ পোড়ে পিঠ
ঠোঁটে হাসি টেনে যেই
তুমি ঘুরে তাকাতেই
হাতে রাখা আছে পুরোনো কবিতা
ছবিটা সরালেই খেলা শেষ
অথবা দুপাশে ঝরে গেছে কত
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ
খেলা শেষ।
স্বাদ নেই শুয়ে আছি কতকাল
এ দুচোখে নেশা নেই
রঙ্গে মেলামেশা নেই
গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে আছে অভিমান
শুনে যেতে হবে গান।
হাতে রাখা আছে সময়ের কাঁটা
কিছুটা এগোলেই খেলা শেষ
মনে আছে কত লুকিয়ে রেখেছি
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ
খেলা শেষ।
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ
এক ই পথ দিয়ে ফেরা হোলো না
ঘুম শেষ
দূরে ফুটেছিলো আলো তুমি ভালোবাসো বলে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । কবিতা নাকি গান এটা ?
ভালো থাকুন ।