![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি নামুক আজ আকাশ জুড়ে
ভিজবো দুজন আজ স্বপ্ন সুরে
মেঘ শহরে আজ মেলবো ডানা
হারাবার কোনো নেই সীমানা
ভালোবেসে হাত দুটি ধরো
কাছে এসে আপন করো
ভালোবাসো
পুরনো কিছু অভিমান
পিছু পড়ে থাক না কেন
ভালবাসা বৃষ্টিতে হয়ে একাকার
এলোমেলো স্মৃতিগুলো
ভুলে হয়ে যাই
দুজন দুজনার
তুমি আমি দুজনে
হেটে যাব আজ বহুদূর
ঝিরিঝিরি বৃষ্টিতে হয়ে দিশেহারা
দুচোখ ভরে স্বপ্ন আশা
সারাটি জীবন যেন
থাক না এমন।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
আহমেদ জী এস বলেছেন: মেঘপিয়ন ,
হ্যা বৃষ্টি নামুক । নেমেছে তো........
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৫
ঘুমখোর বলেছেন: সুন্দর।