![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কি জানিস খুব দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন জলে
তুই কি জানিস ফের ভিজিয়ে গা
সাবধানতা বিকিয়েছি কৌশলে
তুই কি বুঝিস রোদের ঝিকিমিকি
গহীন জলের বুকের উপর খেলে
তুই কি বুঝিস ডুব সাঁতারে একা
ভুলেরা সব বুঝি ডানা মেলে
তুই কি আজও রাত্রি জেগে পরম
খাতার ডানায় উপায় করিস চরম
তুই কি আজও সাত সকালে ঘুম
স্বপ্ন দেখি মুহূর্ত নিঝুম
তুই কি জানিস রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ
মাঝসাঁতারে আচম্বিতে থামি
ডুব সাঁতারে শান্তি আছে বেশ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ রাত ৮:১৬
আরণ্যক রাখাল বলেছেন: গানটা ভালই। অর্ণবের গান আমার খুব প্রিয়। ওর চাঁদ নেমে আসে গানটা তো প্রায়ই শুনি